দামোদর নদে আক্রান্ত হয়ে তিন কিশোরের মধ্যে দুজনের দেহ উদ্ধার করা হলেও, তৃতীয়জনের অবস্থান এখনও অজানা রয়েছে। উদ্ধার হওয়া দুইজনের দেহ আজ সকাল ১০টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শীদের মতে, গতকাল দুপুরে ৭জন বন্ধু মিলে বুদবুদের রণডিহা ড্যামে দামোদর নদে স্নানের জন্য প্রবেশ করে। এর পরপরই ৪ জন দামোদর নদে তলিয়ে যায়। তাদের মধ্যে একজনকে উদ্ধারে সক্ষম হলেও অবশিষ্ট ৩ জন তলিয়ে যায়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ থানার পুলিশ স্থানীয় উদ্ধারকারীদের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু করে। উদ্ধার কার্যক্রমের ফলে জিতু অধিকারী এবং অভিজিৎ গাইনের দেহ উদ্ধার করা সম্ভব হয়। তবে সুরজিৎ বিশ্বাসের খোঁজ এখনও মেলেনি। উদ্ধার হওয়া দুইজনের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, তিনজনেরই আবাস কাঁকসার ২নম্বর কলোনি এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।