Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
Jalpaiguri735101

ड्राफ्ट डेड लिस्ट में नाम हटाने की प्रक्रिया शुरू: परिवार नाम हटाने के लिए आवेदन करेगा

PDPradyut Das
Dec 16, 2025 08:51:47
Jalpaiguri, West Bengal
সির খসড়া তালিকায় নাম প্রকাশ হলেও মৃত সেই কয়েকজন ব্যক্তির নাম এই খরশা তালিকায় জ্বলজ্বল করছে। তাহলে কি হবে এই নামগুলোর ক্ষেত্রে। এখন খসড়া তালিকা জমা দিয়ে 7 ফিলাপ করলে এই নামগুলো বাদ চলে যাবে। পরিবারের সাথে কথা বলে আমরা সেই নামগুলো বাতিল করার আবেদন জানাবো। তবে তালিকা থেকে এরকম মৃত নাম হয়তো অনেক বাতিল হবে বলে ধারণা রাজনৈতিক মহলে।
0
comment0
Report

For breaking news and live news updates, like us on Facebook or follow us on Twitter and YouTube . Read more on Latest News on Pinewz.com

Advertisement
BSBidhan Sarkar
Dec 16, 2025 16:46:26
Chinsurah, West Bengal:খসড়া প্রকাশের পর হুগলি জেলাশাসক দপ্তরে সর্বদলীয় বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি তৃণমূল সিপিআইএম ফরয়ার্ড ব্লক কংগ্রেস সহ বিভিন্ন দলের জেলার নেতৃত্ব। বৈঠক শেষে সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের হাতে হুগলির ১৮টি বিধানসভার খসড়া তালিকার সফট কপি পেন ড্রাইভে তুলে দেওয়া হয়। চুঁচুড়া, চন্দননগর, সপ্তগ্রাম ও গোঘাট বিধানসভার ভোটার তালিকার হার্ডকপি তুলে দেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ তরুন ভট্টাচার্য্য।বাকি বিধানসভার তালিকার হার্ড কপি এখনো ছাপানো হয়নি।তাই পরে দেওয়া হবে। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই তালিকায় যতক্ষন আমরা বুথ স্থরে রিপোর্ট না পাচ্ছি। ততক্ষেপন আমরা সন্তষ্ট হতে পারছি না। বৈধ ভোটারদের নাম থাকা যতটা জরুরী ঠিক ততটাই অবৈধ ভোটার চিহ্নিত করে বাদ দেওয়া জরুরী।শুনানী নিরপেক্ষ জায়গায় হতে হবে। তৃণমূল হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিকাশ রায় বলেন, আমরা বেশ কিছু সমস্যার কথা জানিয়েছি।হেয়ারিং ভেন্যু গুলো যাতে নুন্যতম সাত দিন আগে জানানো হয়।প্রত্যেক ভোটার যাতে জানতে পারে যে কোন কোন নথি তাদের হেয়ারিং এ নিয়ে যেতে হবে। সিপিআইএম রাজ্য কমিটি সদস্য মনোদীপ ঘোষ বলেন, সবে খসড়া তালিকা বেড়িয়েছে,এটা নিয়ে চর্চা করতে হবে,তারপর বোঝা যাবে কোথাও গলদ আছে কিনা।আগামীকাল বা পরশু পুরো তালিকার হার্ড কপি হাতে পাওয়া যাবে। হুগলি জেলায় ৩ লাখ ১৮ হাজার নাম বাদ গেছে।এখন দেখার কতজনকে শুনানিতে ডাকা হয়।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 16, 2025 16:34:19
Howrah, West Bengal:আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। মঙ্গলবার হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া বলেন গত ৪ ই নভেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত জেলার ৪১৪০৯১২ জন ভোটারের মধ্যে ৩৬৯৩৫৭১ জন ভোটারের এনুমানেশন ফর্ম সংগ্রহ করেছেন বিএলও রা। বাদ গেছে ৪৪৭৩৪১ জনের নাম। এদের মধ্যে আছে মৃত ভোটার ১৭২৪০৯, অন্য জায়গায় চলে গেছেন ১৬৩৫৬৮, খুঁজে পাওয়া যায়নি ৯৪০৫৫, অন্য জায়গায় নাম তুলেছেন ৮৯৪১। খসড়া তালিকা সংক্রান্ত বিভিন্ন দাবি এবং আপত্তি চলবে ১৬ই ডিসেম্বর থেকে আগামী year's ১৫ ই জানুয়ারি পর্যন্ত। ১৬ই ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি এবং তথ্যে মিলিয়ে দেখার কাজ। ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ভোটাররা ইসিআনেট মোবাইল অ্যাপ ছাড়াও ওয়েবসাইটে নিজের নাম খুঁজে নিতে পারেন। এদিন জেলাশাসক আরো জানিয়েছেন ভোটার তালিকায় নাম না থাকলে ১৪ ফেব্রুয়ারি পরেও জেলাশাসকের কাছে সরাসরি আবেদন করতে পারেন। শুনানির পর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই আবেদন গ্রাহ্য হতে পারে। এদিন তিনি আরো বলেন ভোটাররা সরাসরি বিএলও দের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও সাহায্যের জন্য টোল ফ্রি নাম্বার ১৯৫০ ছাড়াও ৯০০৭০৭৯৮৬৬ এবং ৯৪৭৭৪৬৪৬৭০ নাম্বারে ফোন করতে পারেন।
0
comment0
Report
NHNantu Hazra
Dec 16, 2025 16:33:37
Salt Lake City, Utah:Five arrested in connection with vandalism at Salt Lake Stadium on the 13th. Interrogation of several others. ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার পাঁচ। আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ। ১৩ তারিখ সল্টলেক স্টেডিয়ামে মেসিকে দেখতে না পেরে ভাঙচুর চালায় ক্ষ bub্ড দর্শকরা। সেই ঘটনায় রবিবার রাতে দুইজনকে গ্রেফতার করে বিধান নগর দক্ষিণ থাবার পুলিশ।পরে জিজ্ঞাসাবাদ করে আরো তিনজনকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর মূলত সোশ্যাল মাধ্যমে ভাঙচুরের বহু ভিডিও কালেক্ট করেছে পুলিশ সেই ভিডিও খতিয়ে দেখে চিনিত করা হচ্ছে, কারা কারা এই ঘটনায় যুক্ত রয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আজ তাদের বিধান নগর মহকুমা আদালতে তোলা হবে.
0
comment0
Report
NHNantu Hazra
Dec 16, 2025 16:33:17
Salt Lake City, Utah:Bidhan Nagar DC Anis Sarkar along with senior officials came to Bidhan Nagar South Police Station at around 11:20 am to interrogate Shatdru Dutt. The investigation is still going on. স্টেডিয়াম কেস আপডেট..... শতদ্রু দত্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য সকাল ১১:২০ নাগাদ বিধান নাগর ডিসি অনিস সরকার সহ উচ্চপদস্থ আধিকারিক বিধান নগর দক্ষিণ থানায় আসে। এখনো চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্রে খবর পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে চায়... কত সংখ্যক টিকিট বিক্রি করা হয়েছে ছিল পারফেক্ট হিসাব জানতে চায় পুলিশ, মোট কত টিকিট চাপা হয়েছিল, কত গুলো ক্যাটাগরিতে টিকিট চাপা হয়। তাই নিয়ে জিজ্ঞাসাবাদ。 মেসি যখন স্টেডিয়ামে প্রবেশ করবে হোটেল থেকে সেই সময় আশেপাশে কারা কারা থাকতে পারবে সেই তালিকা কাদের সাথে আলোচনার মাধ্যমে ঠিক করা হয়েছিল সেই তালিকার কপি কোথায়। সাপ্লিমেন্টারি পাস কত পরিমাণে তৈরি করা गया ছিল? সেই সাপ্লিমেন্টারি পাস কোন কোন ব্যক্তির কাছে কত পরিমাণ দেয়া হয়েছিল এই প্রশ্নের উত্তর গুলো জানতে চাওয়া হচ্ছে। জলের বোতল কোল্ড ড্রিংকস এবং চিপস কিভাবে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করানো হয়েছিল টেন্ডার কিভাবে দেয়া হয়েছিল? পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল জলের বোতল কোনোভাবেই ভিতরে প্রবেশ করবে না তারপরেও কিভাবে প্রবেশ করানো হয়েছিল? ইভেন্ট এর লোকজন এবং যে সমস্ত ভিআইপির আসবে তারা মেসির পাশে কি ভাবে গেলো। তাদের যাওয়ার অনুমতি কে দিয়েছিলো। কারা কারা মেসির পাশে থাকবে সেটা কি আগে থেকে ঠিক করা হয়েছিল? যদি না হয় তাহলে কি ভাবে তারা গেলো ? কে যাওয়ার পারমিশন দিলো? এই সমস্ত কিছু নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর । পুলিশ তদন্ত নেমে বেশ কয়েকটি বিষয় পরিষ্কার হতে চাইছে ১) কত সংখ্যক টিকিট বিক্রি হয়েছিল এবং কত সংখ্যক টিকিট সাপ্লিমেন্টারি পাস ইস্যু করা হয়েছিল? কোন কোন ব্যক্তির কাছে কত পরিমাণ পাস দেওয়া হয়েছিল? ২) মোটা অংকের টাকা নিয়ে কিভাবে জলের স্টল থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে টেন্ডার দেওয়া হয়েছিল ৩) মেসির পাশে যারা থাকবে তাদের কি নাম আগে থেকে ঠিক করা হয়েছিল? ৪) এত মানুষ মেসির পাশে কি ভাবে পৌঁছল? কে পারমিশন দিয়েছিলো? ৫)তার আসে পাশে যারা ছিল তাদের যাওয়ার ক্ষেত্রে কি কেউ কোনো চাপ সৃষ্টি করেছিল? ৬)আগে থেকে কি মেসির আসে পাশের যাওয়ার ক্ষেত্রে কোনো প্লানিং করা হয়েছিল, কারা থাকতে পারবে, তাদের কি নামের তালিকা তৈরী হয়েছিল? প্লানিং করা থাকলে কি ভাবে এত মানুষ পৌঁছল? এই বিষয় গুলো পুলিশ জানার চেষ্টা করছে বলে পুলিশ সূত্রে খবর।
0
comment0
Report
DGDebabrata Ghosh
Dec 16, 2025 16:32:44
Howrah, West Bengal: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি ট্রাক মেইন্টেনেন্স ট্রেন। মঙ্গলবার সন্ধ্যা ৬:৪০ নাগাদ একটি ফাঁকা ট্রেন পদ্মপুকুর স্টেশন থেকে সাঁতরাগাছি রেল ইয়ার্ডের দিকে যাচ্ছিল। সেই সময় ট্রেনটির মাঝের দুটি কোচ লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকার ফলে বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি। ঝাঁকুনি দিয়ে ট্রেনটি লাইনের উপর দাঁড়িয়ে যায়। এর ফলে শালিমার এবং সাঁতরাগাছি স্টেশনগুলোর মধ্যে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেল কর্মকর্তারা। সাঁতরাগাছি রেল ইয়ার্ড থেকে পাঠানো হয় এক্সিডেন্ট রিলিফ ট্রেন। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের কোচগুলিকে লাইনে তোলার কাজ চলছে। দক্ষিণ পূর্ব রেলের এক জনসংযোগ আধিকারিক জানান হাওড়া থেকে সাঁতরাগাছি রুটে ট্রেন চলাচল মোটের ওপর স্বাভাবিক রয়েছে।
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 16, 2025 16:32:05
Chinsurah, West Bengal:রেল লাইন পার হওয়ার সময় ইন্সপেকশন কারের ধাক্কায় পাঁচটি মোষের মৃত্যু,ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল বন্ধ। ঘটনা হুগলির কাটোয়া রেলগেটে। রাত সাতটা পঞ্চাশ মিনিটে ট্রেনের ইনস্পেকশন কার ট্রাক চেক করতে করতে কাটোয়া থেকে ব্যান্ডেল আসছিলো।বাঁশবেড়িয়া স্টেশন ছেড়ে ব্যান্ডেলে ঢোকার কিছুটা আগে জিটি রোডের উপর কাটোয়া রেলগেটে দুর্ঘটনা ঘটে।ট্রেনের গতিবেগ ছিল ভালই।হঠাৎ করেই কয়েকটি মোষ রেললাইন পার হতে থাকে।ইন্সপেকশন কারের চালক বুঝতে পেরে ইমার্জেন্সি ব্রেক মারেন।কতক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে।তিনটি মোষ ট্রেনের তলায় ঢুকে যায়।দুটি মোষ ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে। ওই কারে কয়েকজনরেইলএর আধিকারিক ছিলেন।তাদের মধ্যে ছিলেন ট্রেন ম্যানেজার রাজেস পাশোয়ান।তিনি বলেন,হঠাৎ করে প্রচন্ড শব্দে ট্রেন থেমে যায়।কাটোয়া থেকে রেললাইন চেক করতে করতে আসছিলাম।ব্যান্ডেল পর্যন্ত যাওয়ার ছিল।তার আগেই এই দুর্ঘটনা ঘটে।ট্রেনের গতিবেগ ছিলো ভালোই।সিগনাল সবুজ থাকায় চালক ট্রেন গেট পার করে নিয়ে যাচ্ছিল।মোষের রং কালো হওয়ায় সম্ভবত দেখতে অসুবিধা হয়েছে।বুঝতে পেরে চালক ব্রেক কষেন। কার মোষ ছিল সেটা জানা যায়নি।তবে ব্যান্ডেল এলাকায় বেশ কয়েকটি মোষ খাটাল রয়েছে।সম্ভবত সেখানেই ফিরছিল মোষগুলো।দুর্ঘটনার ফলে ব্যান্ডেল কাটোয়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়.
0
comment0
Report
NHNantu Hazra
Dec 16, 2025 16:02:35
Salt Lake City, Utah:Regarding the CP Show cause and DC Bidhan Nagar suspension connection with the vandalism at the Salt Lake Stadium, the CP said that I have not received the paper yet, I will tell you when I get it. সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় সিপিকে শোকজ ও ডিসি বিধান নগর সাসপেন্ড নিয়ে সিপি বলেন এখনও কাগজ পাইনি, পেলে বলতে পারবো। ১৩ই ডিসেম্বর সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (VYBK) ভাঙচুরের ঘটনায় তদন্তের জন্য গঠিত investigation কমিটি বিধাননগরের পুলিশ কমিশনার শ্রী মুকেশ কুমারকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (VYBK) অনুষ্ঠান ব্যবস্থাপনায় বিধাননগর পুলিশ কমিশনারেটের ভূমিকা ও আচরণ সম্পর্কে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে।অন্য দিকে  অনুষ্ঠানের দিন কর্তব্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রী অনীশ সরকার (আইপিএস), ডিসিপি-র বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই ঘটনায় সিপি বিধান নগর জানান তাকে শোকজ ও ডিসি বিধান নগর অনিস সরকার এর সাসপেন্ড সম্পর্কে কোনো কাগজ পান নি। পেলে বলতে পারবেন।
0
comment0
Report
STSrikanta Thakur
Dec 16, 2025 16:01:59
Dinajpur, Rangpur Division:দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক শ্রী বালাসুব্রমনিয়ান টি মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জেলার এসআইআর পরবর্তী সময়ের ভোটার তালিকা সম্বন্ধে বিস্তারিত জানান। জেলার মোট ভোটার সংখ্যা এস আই আর শুরু হওয়ার আগে ছিল ১৩ লক্ষ ৩১ হাজার ৫৪৮ এই ভোট। কিন্তু এস আই আর এর ফরম ফিরে এসেছে ১২ লক্ষ ৫০ হাজার ৫৬৪ টি। জেলায় মৃত ভোটারের সংখ্যা বেরিয়েছে ৪৩ হাজার ৩৫৮ জন। ঠিকানা পরিবর্তন করে অন্যত্র চলে গেছেন এরকম মানুষের সংখ্যা ৩৬ হাজার ৩০৩ জন। এরকমভাবে একাধিক জায়গায় ভোটের তালিকায় নাম নাম রয়েছে এমন ভোটারের সংখ্যা ১৩২৩ জন। মোট বাদ পড়েছেন ৮০ হাজার ৯৮৪ জন। বিধান সভা ভিত্তিক হিসাব। ৩৭ কুশুমন্ডি বিধানসভা aquí এসআইআর শুরু হওয়ার আগে ভোটার ছিলেন ২ লক্ষ ৩৩ হাজার ২৭৯ জন। খসড়া তালিকার নাম প্রকাশ হয়েছে ২২ হাজার ২৩০ জন। মৃত ভোটার ৭৬০৩ খুঁজে পাওয়া যায়নি ১২২৬ ঠিকানা পরিবর্তন ৩৯৫৩ দুই জায়গায় নাম রয়েছে ২২৯ অন্যান্য ৩৮ মোট বাদ গেছে ১৩০৪৯ শতাংশের হিসাবে ৫.৫৯% ৩৮ কুমারগঞ্জ বিধানসভায় মোট ভোটার সংখ্যা এস আই আর এর আগে ছিল ২ লক্ষ ১২ হাজার ৯৪২। এস আই আর এর পর নতুন খসড়া তালিকায় এই সংখ্যা হয়ে দাঁড়িয়েছে২ লক্ষ ২ হাজার ২৪৮ জন। মৃত ভোটার ৫৬৯৫ খুঁজে পাওয়া যায়নি ১৮৪৭ ঠিকানা পরিবর্তন ২৮৮৪ দুই জায়গায় নাম রয়েছে ২২৭ অন্যান্য ৪১ মোট বাদ গেছে ১০৬৯৪ শতাংশের হিসাবে ৫.০২% ৩৯ বালুরঘাট বিধানসভায় আগে ভোটার ছিলো ১৮৫২৮২ এস আই আর এর পর এখন ১৭৪০৬০ মৃত ভোটার ৫৫২৪ খুঁজে পাওয়া যায়নি ২৪১৯ ঠিকানা পরিবর্তন ৩১১৯ দুই জায়গায় নাম রয়েছে ১৪৯ অন্যান্য ১১ মোট বাদ গেছে ১১২২২ শতাংশের হিসাবে ৬.৬% ৪০ তপন বিধান সভা এস আই আর এর আগে ছিলো ২২৭৪০৭ এখন হয়েছে ২১১৮১৫ জন。 মৃত ভোটার ৮৫৯৮ খুঁজে পাওয়া যায়নি ২৬৬৬ ঠিকানা পরিবর্তন ৪০৩৪ দুই জায়গায় নাম রয়েছে ২২৭ অন্যান্য ৬৭ মোট বাদ পড়েছে ১৫৫৯২ শতাংশের হিসাবে ৬.৮৬% ৪১ গঙ্গারামপুর বিধানসভায় এসআইআর শুরু হওয়ার আগে ভোটার ছিল ২ লক্ষ ৩২ হাজার ২৯৯ জন এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ১৬ হাজার ৪১৪ জন। মৃত ভোটার ৮৩০১ খুঁজে পাওয়া যায়নি ২৬১৯ ঠিকানা পরিবর্তন ৪৭৬৫ দুই জায়গায় নাম রয়েছে ১৬৯ অন্যান্য ৩১ মোট বাদ গেছে ১৫৮৮৫ জন শতাংশের হিসাবে ৬.৮৪% ৪২ হরিরামপুর আগে ভোটার ছিলো ২৪০৩৩৯ এস আই আর এর পর ২২৫৭৯৭ হয়েছে। মৃত ভোটার ৭৬৩৭ খুঁজে পাওয়া যায়নি ১৭১৬ ঠিকানা পরিবর্তন ৪৮২৪ দুই জায়গায় নাম রয়েছে ৩২২ অন্যান্য ৪৩ মোট বাদ গেছে ১৪৫৪২ শতাংশের হিসাবে ৬.৫% বাইট ১/ বালা সুব্রামানিয়াম টি জেলাশাসক দক্ষিণ দিনাজপুর 1612ZG_SDIN_SIR_DETAILS
0
comment0
Report
CDChampak Dutta
Dec 16, 2025 16:01:37
Kaji Chak, West Bengal:অবশেষে প্রতিবাদী মৃত আদিবাসী শিক্ষকের পরিবার বিচার পেল। ৩০২ ধারায় এবং তপশিলি জাতি ও উপজাতি প্রতিরোধ আইন (poa) এ দোষী সাব্যস্ত হওয়া পাঁচজনের যাবজ্জীবন সাজা শোনালো মেদিনীপুর আদালত। খুশি মৃতের পরিবার থেকে শুরু করে আদিবাসী সংগঠনগুলি। রাজ্যে পোয়া আইনে এইরকম সাজা প্রথম, দাবি সরকারি আইনজীবীর। বাড়ির সামনে দিয়ে বেপরোয়া গতিতে বাইк ছুটিয়ে যাচ্ছিলেন দুই যুবক। এর প্রতিবাদ করেছিলেন ডেবরার শিক্ষক লক্ষ্মীরাম টুডু। প্রতিবাদ করায় কপালে জুটেছিল নির্মম মার। তাঁদেরকে পাঁচ জন মিলে মারধর করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তাঁর। ঘটনার প্রায় আড়াই বছর পর মিললো সুবিচার! অভিযুক্ত ৫ জনকেই গত বুধবার (১০ ডিসেম্বর) খুন (আইপিসি-৩০২) এবং তফসিলি জাতি ও উপজাতি অত্যাচার প্রতিরোধ (POA) আইনে দোষী সাব্যস্ত করেছিল মেদিনীপুর জেলা আদালত। আজ, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দোষী সাব্যস্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন মেদিনীপুর জেলা আদালতের অ্যাডিশনাল সেশন জজ ফাস্ট কোর্ট স্পেশাল কোর্ট এর বিচারক উদয় রানা। সেইসঙ্গেই ৫ জনেরই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রাজকুমার দাস। বাদী পক্ষের আইনজীবী অনুপম জানা বলেন, "২০২৩ সালের ১৩ মার্চ সন্ধ্যায় লক্ষ্মীরাম বাবুর বাড়ির সামনে দু'টি বাইকের মধ্যে ধাক্কা ঘিরে বচসা শুরু হয়। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করেছিলেন এবং গোলমাল থামাতে গিয়েছিলেন শিক্ষক লক্ষ্মীরাম টুডু। কিছুক্ষণ পর অভিযুক্ত ওই দুই বাইক আরোহী যথাক্রমে অর্ঘ্য ভুঁইয়া ও সুমন ভুঁইয়া এবং অর্ঘ্যর বাবা রবি ভুঁইয়া, সৌমেন রক্ষিত ও বিষ্ণুপদ দোলইরা বাড়ির মধ্যে শুয়ে থাকা লক্ষ্মীরাম বাবুর কলার ধরে টেনে বাড়ি থেকে বের করে রাস্তায় ফেলে মারধর করে। গলায় বাঁশের লাঠি দিয়ে চেপে মেরে ফেলার চেষ্টা করা হয়! তিনি কোমায় চলে যান। ২২ ঘন্টা পর ১৪ মার্চ ২০২৩ মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সেই মামলায় গত বুধবার আদালত অভিযুক্ত ৫ জনকে আইপিসি ৩০২ অর্থাৎ খুনের ধারায় দোষী সাব্যস্ত করে। সেইসঙ্গেই POA আইনেও দোষী সাব্যস্ত করা হয়। দু'টি ধারাতেই আজ, মঙ্গলবার, দোষী সাব্যস্ত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। সেইসঙ্গেই ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।" পিপি রাজকুমার দাস বলেন, 'শুধু এই রাজ্যে নয়, সম্ভবত গোটা ভারতবর্ষেও এই প্রথম তফশিলি জাতি ও তফশিলি উপজাতি অত্যাচার প্রতিরোধ আইনে (POA অ্যাক্টে) দোষী সাব্যস্তদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।' আদালতের রায়ে 'খুশি' মৃত শিক্ষকের স্ত্রী শ্রীমতি টুডুও। তিনি বলেন, 'প্রতিবাদ করায় আমার স্বামীকে ওরা খুন করেছিল। আমার শাখা-সিঁদুর ওরা কেড়ে নিয়েছিল। এই রায়ে খুব খুশি।' এদিন আদালতে উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা পারগোনা বাবলু মুর্মু সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা। তাঁরা খুশি প্রতিবাদী এই আদিবাসী শিক্ষকের পরিবার সুবিচার পাওয়ায়। বাবলু বলেন, 'এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। বিচারব্যবস্থার প্রতি আমাদের ভরসা ছিল। আদালতকে ধন্যবাদ। সেইসঙ্গেই পিপি সহ আইনজীবীদেরও ধন্যবাদ জানাই۔'
0
comment0
Report
BCBasudeb Chatterjee
Dec 16, 2025 16:00:56
Asansol, West Bengal:এসআইআর, খসড়া তালিকা প্রকাশের পরে আসানসোলে ডিএমের উপস্থিতিতে সর্বদলীয় বৈঠক, পশ্চিম বর্ধমানে শুনানিতে ডাক প্রায় দৌলখ ভোটারকে, আসানসোল, ১৬ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া শেষে মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এই বিষয়ে মঙ্গলবার দুপুরে আসানসনলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক এস পোন্নाबলমের উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে নির্বাচন কমিশন স্বীকৃত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন অতিরিক্ত জেলাশাসক বা এডিএম শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্য আধিকারিকরা। সেই বৈঠকের পরে জেলাশাসק বলেন , পশ্চিম বর্ধমান জেলায় এখনো পর্যন্ত ২৩ লক্ষ ২৭ হাজারেরও বেশি ভোটারের মধ্যে ৩ লক্ষ ৬ হাজারের মতো ভোটার বাদ পড়েছেন। এই ভোটারদের মধ্যে অনেকেই মৃত অথবা স্থানান্তরিত হয়েছেন। অনুপস্থিত ভোটাররাও তাদের মধ্যে রয়েছেন। এছাড়া, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। প্রায় দৌলখ ভোটারকে শুনানিতে ডাকা হবে। ইআরও বা এইআরও স্তরে শুনানি হবে। যারা বাদ গেছেন, সেই ভোটাররা আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত তাদের অভিযোগ জমা দিতে পারবেন। ১৪ ই ফেব্রুয়ারী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগে, শুনানির জন্য সর্বদলীয় বৈঠক ডাকা হবে। এর পরেই শুনানির জন্য একটি চূড়ান্ত রূপরেখা করা হবে। তিনি বলেন, খসড়া তালিকা জেলার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যে কোন ভোটার তাদের ভোটার আইডি কার্ড নম্বর এবং বিধানসভা নির্বাচনী এলাকার নাম লিখে তাদের নাম অনুসন্ধান করতে পারবেন। জেলাশাসক বলেছেন ১,৪৫, ৬৯৬ জনকে শুনানির জন্য ডাকা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে প্রতিটি বিধানসভা আসনে কমপক্ষে ১০টি শুনানি কেন্দ্র করা হবে। যেখানে ম্যাপ বিহীন ভোটারের সংখ্যা বেশি, সেখানে শুনানি কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে।
0
comment0
Report
PCPrabir Chakraborty
Dec 16, 2025 14:20:03
Kolkata, West Bengal:*ভবানীপুর বৈঠক* শুনানিতে সবার পাশে দাঁড়াতে হবে। পাড়ায় পাড়ায় ক্যাম্পে সমস্ত ধরণের সাহায্যের জন্য প্রস্তুত থাকুন। কাগজ নিয়ে যাদের অসুবিধা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করুন। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাওয়া হবে না। বিএলও ও বিএলএ'দের সমন্বয় কেমন ছিল? সূত্রের খবর তা নিয়েও এদিন আলোচনা হয়। বিএলএ'রা অনেকেই জানিয়েছেন, তারা সমস্ত বাড়িতেই গেছেন। কেউ কেউ যদি ফর্ম না ফেরত দেন, সেই অবস্থা সম্পর্কে তারা বুঝতে পারেননি। যাদের নাম বাদ গেছে তাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। জীবিত অথচ মৃত দেখানো হচ্ছে কিন তা খুঁজে দেখতে হবে。 বহুতলে বেশি করে নজর রাখুন。
0
comment0
Report
MMManoranjan Mishra
Dec 16, 2025 14:06:38
Purulia, West Bengal:পুরুলিয়া : পুরুলিয়া পৌরসভার পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বসানোর নির্দেশিকা জারি করল রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর। নতুন করে পৌরবোর্ড গঠন না হওয়া পর্যন্ত পুরুলিয়া সদর মহকুমা শাসককে পুরুলিয়া পৌরসভার দায়িত্ব সামলানোর নির্দেশিকা জারি করা হয় । গত ১৯ নভেম্বর নাগরিক পরিষেবা দিতে ব্যার্থ পুরুলিয়া পৌরসভা পৌরবোর্ড কেন ভেঙ্গে দেওয়া হবে না ? এই জবাব চেয়ে পৌরপ্রধান এবং বোর্ডের সদস্যদের কাছে শোকজ নোটিশ আসে। সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দেয় পৌরপ্রধান। সেই জবাবে সন্তুষ্ট হয়নি রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর । আজ পৌরবোর্ড ভেঙ্গে প্রশাসক বসিয়ে পুরুলিয়া পৌরসভা পরিচালনার নির্দেশিকা জারি করে রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর।
0
comment0
Report
CDChittaranjan Das
Dec 16, 2025 14:06:23
Durgapur, West Bengal:তাঁরা নিখোঁজ নন, অথচ সরকারি খাতায় onların নাম উঠেছে ‘নিখোঁজ’ হিসেবেই। বাস্তবে যাঁরা নিজেদের বাড়িতেই থাকছেন, যাঁরা নির্ধারিত সময়ে নিয়ম মেনে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, এমনকি যার প্রমাণ হিসেবে হাতে রয়েছে জমা দেওয়ার সরকারিভাবে গ্রহণ করা হয়েছে । খসড়া তালিকায় তাঁদের অস্তিত্বই যেন মুছে গেছে। তালিকায় সাফ লেখা ‘খুঁজে পাওয়া যায়নি’। নির্বাচন কমিশনের গাফিলতিতে চরম আতঙ্কে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লী এলাকার ৭০নং বুথের বাসিন্দা রাখি বটব্যাল, সঞ্জীব মান্ডি, শ্রাবণী মান্ডি সহ ১০জন। শ্রাবণী মান্ডি অভিযোগ করেন, "আমরা ফর্ম জমা দিয়েছিলাম। কিন্তু এখন লিস্টে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। আমরা তো এই বিষয়টি দেখে বড় চিন্তায় রয়েছি। রিসিভ রয়েছে আমার কাছে। গাফিলতিটা কার বিএলও'র না নির্বাচন কমিশনের আধিকারিকদের আমরা বুঝে উঠতে পারছি না।" কটাক্ষ করে দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন পুরমাতা রাখি তিওয়ারি বলেন,"এসআইআর প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই আত্মহত্যার ঘটনা ঘটছে। মানসিক অবসাদে প্রাণ হারাচ্ছে অনেকে। এখন দেখা যাচ্ছে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও অনেকের নাম নিখোঁজ রাখা রয়েছে। এই দায় সম্পূর্ণ নির্বাচন কমিশনের। প্রতিবাদ শুরু করব।" জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন,"সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি।" পাল্টা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন,"এইটা সম্পূর্ণ বিএলও র দোষ। কারণ বিএলওরা রাজ্য সরকারের লোক।" অতিরিক্ত বিএলও শিল্পী বণিক বলেন, "ওই এলাকার বিএলও অসুস্থ ছিল। সেইজন্য আমি অনলাইনে এন্ট্রির দায়িত্বে ছিলাম। কি কারনে এইরকম হয়েছে আমি বুঝে উঠতে পারছি না।"
0
comment0
Report
BSBidhan Sarkar
Dec 16, 2025 13:50:01
Chinsurah, West Bengal:চুঁচুড়া বিধানসভা রাজ্যের সবচেয়ে বড় বিধান সভা ভোটারের নিরিখে। এই বিধানসভার ৩৬১ টি বুথে মোট ভোটার ছিলো ৩১৬৮৩৫ জন।তার মধ্যে ২৭৩৮৬ জনের নাম বাদ গেছে এসআইআর এ।মৃত নাম বাদ গেছে ১১২৯০ জন।স্থানান্তরিত ৮৩৮৮ জন, খুঁজে পাওয়া যায়নি ৭০৪২ জনকে। চুঁচুরার বিধায়ক অসিত মজুমদার বলছেন,এটা অস্বাভাবিক কিছু না।অনেকজন মারা গেছে অনেকে অন্যত্র চলে গেছে।তবে এই তালিকা একেবারেই প্রাথমিক।বিস্তারিত জানা যাবে পরে।যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ গিয়ে থাকে প্রতিবাদ হবে।মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলন দিল্লী পর্যন্ত যাবে।আমরা এসআইআর এর বিরুদ্ধে না এত কম সময়ে অপরিকল্পিত ভাবে করার বিরুদ্ধে। তৃনমূলের ঘোষনা ছিলো খসড়া তালিকা প্রকাশের পর হেল্প ডেস্ক খুলে মানুষকে সহায়তা করতে হবে।সেই কাজ চলছে。
0
comment0
Report
Advertisement
Back to top